• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৩:৩৭ পিএম
শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

গণপরিবহনে হাফ পাসের দাবি মেনে নেওয়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ করেন।

টানা কয়েক দিন ধরে হাফ পাসের দাবিতে আন্দোলন করে আসছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন। 

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সসহ ছোট ছোট গাড়ি ছেড়ে দেন।

শিক্ষার্থীরা দাবি করেন, তাদের বাস ভাড়া অর্ধেক করতে হবে। এছাড়া হাফ ভাড়া নিয়ে বাসশ্রমিকরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাই এ বিষয়ে তারা সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ চান।

পরে বেলা দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে সরে যান। তবে যাওয়ার আগে তারা ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবাররে মধ্যে তাদের দাবি না মানা হলে আবার তারা মাঠে নামবেন ওই দিন।

Link copied!